DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

এই মুহূর্তে ও যত্র তত্র জাতীয় পতাকা উড়ছে, অবিলম্বে এই বিষয়ে কাছাড় জেলা প্রশাসন ব্যবস্থা নিক — দাবি উঠেছে

নিজস্ব সংবাদদাতা শিলচর ১৮ ই আগস্ট শিলচর — স্বাধীনতা দিবস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বরাক উপত্যকার কি গ্রাম কি শহর সর্বত্র একাংশ মানুষের বাড়িতে গাড়ীতে বাইকে পতপত করে উড়ছে ভারতের জাতীয় পতাকা।তা নিয়ে রীতিমতো খেদ প্রকাশ করেছেন সচেতন নাগরিক গন।

গ্রাম গুলির কথা ছেড়ে দিলাম কিন্তু শহর এলাকার ছোট ছোট যানবাহন সহ বাইক গুলো তে গতকাল দেখা গেছে দিব্যি হর ঘর তিরঙ্গা যাত্রা, অনেকেই মন্তব্য করেছেন শহরের যানবাহন পুলিশ শুধু গাড়ি গুলির কাগজ ও বাইক আরোহী দের হেলমেট আছে কি না ত দেখতে ব্যস্ত থাকেন কিন্তু এই সব বাহনে যে জাতীয় পতাকা উড়ছে তা নিয়ে ভাবেন না। অবিলম্বে এই জাতীয় পতাকা অবমাননা বন্ধ করতে পুলিশ সুপার দৃষ্টি দিবেন কি?