DIGITAL

November 29, 2023

APTCE 18538973148

আজ শুভ জন্মাষ্টমী,এই উপলক্ষে বরাক নিউজ এক্সপ্রেস জানায় প্রীতি শুভেচ্ছা

নিউজ ডেস্ক বরাক নিউজ এক্সপ্রেস ১৯ শে আগষ্ট —— আজকের এই রাত হিন্দু ধর্মাবলম্বীদের আবেগ বিজরিত রাত,আজ অষ্টমী এই অষ্টমীর মধ্য রাতে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল,তা এক ইতিহাস! এই অষ্টমী তিথি কে জন্মাষ্টমী হিসেবে সেই প্রাচীনকাল থেকেই মহাসমারোহে পালিত হয়ে আসছে।

আজকের এই জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বরাক নিউজ এক্সপ্রেসের তরফ থেকে সম্মানীয় পাঠক বৃন্দ কে জানাই আন্তরিক শুভেচ্ছা।