DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

বদলী হলেন কাছাড় জেলার পুলিশ সুপার রমন দীপ কৌর, নয়া পুলিশ সুপার নুমাল মাহাতা

নিজস্ব সংবাদদাতা শিলচর ২২ শে আগষ্ট —-  গত ২০ শে আগষ্ট পুলিশ সুপার রমন দীপ কৌর কে গোলাঘাট জেলায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে , এখানে উল্লেখ্য যে পুলিশ সুপার হিসেবে রমন দীপ কৌর অত্যন্ত সুনামের সাথে কাজ করে গেছেন, বিগত প্রাকৃতিক দুর্যোগের সময় ও আসাম মিজোরাম সীমান্ত বিবাদের সময় তাঁর ভুমিকা প্রশংসনীয় ছিল।

বর্তমান পুলিশ সুপার হিসেবে নুমাল মাহাতা কাছাড়ের নূতন পুলিশ সুপার হিসেবে শীঘ্রই কার্যভার গ্রহণ করবেন।