নিজস্ব সংবাদদাতা শিলচর ২৫শে আগষ্ট —– পূর্বের এক আদেশে বড়খলা বিধানসভা চক্রের দুধ পাতিল গ্রাম কে প্রস্তাবিত শিলচর পৌর নিগমের অধীনে অন্তর্ভুক্ত করার কথা ছিল, কিন্তু সম্প্রতি অন্য এক আদেশে পূর্বের সিদ্ধান্ত থেকে এই বৃহত্তর এলাকাকে ছেটে দেওয়া হয়েছে।এই খবর চাউর হতেই দুধ পাতিল এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সচেতন নাগরিক গন বৃহত্তর দুধ পাতিল এলাকার সামাজিক সংগঠন সর্বাঙ্গীন মানব কল্যাণ সংঘের গোচরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন।
গতকাল সর্বাঙ্গীন মানব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী তন্ময় পুরকায়স্থ স্থানীয় বিশিষ্ট সমাজ সেবী দের সাথে নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এই দুধ পাতিল গ্রাম কে প্রস্তাবিত শিলচর পৌর নিগমের অধীনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে এক স্মারকলিপি প্রদান করেন। এখানে উল্লেখ্য যে এই দুধ পাতিল গ্রাম প্রস্তাবিত শিলচর পৌর নিগমের অধীনে অন্তর্ভুক্ত হলে এই পিছিয়ে পড়া গ্রাম উন্নত হবে বলে জানিয়েছেন এই এলাকার বিশিষ্ট জনেরা।