নিজস্ব সংবাদদাতা শিলচর ২৫ শে আগষ্ট —– আসাম বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন প্রধান তথা কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুখময় ভট্টাচার্য মহাশয়ের সহ ধর্মিণী স্বপ্না দেবী স্বল্প রোগ ভোগের পর গতকাল রাত ১১-০৫ মিনিটে শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উচ্চ শিক্ষিত ধর্মপ্রাণ মহিলা স্বপ্না দেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।আজ সকালে শাস্ত্রীয় বিধি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। স্বপ্না দেবীর মৃত্যুর খবর শুনে কাছাড় কলেজের প্রাক্তনী ছাত্র সংস্থা গভীর সমবেদনা ব্যক্ত করে এবং প্রাক্তনী ছাত্র সংস্থার উপ সভাপতি পার্থ রঞ্জন চক্রবর্তী সহ কাছাড় কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শেষ বারের মতো স্বপ্না দেবীর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এখানে উল্লেখ্য যে স্বপ্না দেবীর চাকরি জীবনের শুরু হয় করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্ল কলেজে এরপর শিলচর গুরুচরণ কলেজে অধ্যাপনা করে আসাম চুক্তি বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান হয়ে অবসর গ্রহণ করেন।