নিজস্ব সংবাদদাতা ৩ রা সেপ্টেম্বর লক্ষ্মীপুর — সমগ্র রাজ্যের পৌরসভা ও পৌর নিগম এলাকায় স্ব মূল্যায়ন করের এবং বার্ষিক ভাড়া মূল্যের উপর কর নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই মতো প্রতিটি পৌর সভা ও পৌর নিগম এলাকায় স্ব মূল্যায়ন করের প্র পত্র বিতরণ করার কাজ শুরু হয়েছে।
প্রস্তাবিত শিলচর পৌর নিগম এলাকায় স্ব মূল্যায়ন করের প্র পত্র বিতরণ স্থগিত রাখার জন্য দুই দিন আগে শিলচর শহরের বিশিষ্ট নাগরিকদের এক সভা অনুষ্ঠিত হয়।এই সভায় প্রস্তাবিত করের উপরে বিস্তারিত আলোচনা করা হয়, তাদের মতে এই ব্যবস্থা কার্যকর হলে অস্বাভাবিক করের বোঝা বহন করতে হবে যা কিনা শিলচরের মতো পৌর নিগম এলাকায় বসবাসরত নাগরিক গন কর মেটাতে অপারগ হবেন।এই ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু জেলা শাসক তা নিতে চাননি বলে জানা গেছে। এদিকে আজ লক্ষ্মীপুর নাগরিক মঞ্চের সদস্যরা এক বিশেষ সভার আয়োজন করে লক্ষ্মীপুর পৌর এলাকায় স্ব মূল্যায়ন করের প্র পত্র বিতরণ স্থগিত রাখার দাবি জানিয়ে এক স্মারকলিপি লক্ষ্মীপুর পৌর সভার সভাপতি মৃণাল কান্তি দাস মহাশয়ের হাতে তুলে দেন, স্মারকলিপির প্রতিলিপি লক্ষ্মীপুর মহকুমার মহকুমা শাসক, বিধায়ক কৌশিক রাই সহ রাজ্যের শহর উন্নয়ন বিভাগের মন্ত্রী কে পাঠানো হয়েছে।
আজকের এই সভায় স্থানীয় সুনাগরিক গন বলেন সরকার শহর এলাকার ভূমি মূল্য পাঁচ গুণ বৃদ্ধি করে দিয়েছে, এই ভূমি মূল্য বৃদ্ধির জন্য লক্ষ্মীপুর পৌর এলাকার জনগণের করের বোঝা স্বভাবতই অত্যধিক হারে বৃদ্ধি পাবে।এই ভূমি মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ করে উপস্থিত বিশিষ্ট নাগরিক গন বক্তব্য রাখেন। আজকের স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর নাগরিক মঞ্চের পক্ষে কল্যাণ চক্রবর্তী, ত্রিদীবেশ দাস, বাপ্পা সেন,হিতেশ রায়, আবুল হোসেন লস্কর, নৈতিক শীল, অসীম রায়, পিন্টু রায়,গোপাল সিংহ,পুলক দাস,আবেল রং মাই প্রমুখ।