DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

Google pixel মোবাইল ফোন সেটের চাহিদা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে, অভিমত গ্রাহক দের

বিশেষ প্রতিবেদন ১৯ শে সেপ্টেম্বর শিলচর —- গুগল পিক্সেল ফোন সেটের চাহিদা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে বলে পরিলক্ষিত হচ্ছে।এখন পর্যন্ত বাজারে বিভিন্ন মোবাইল ফোন সেট নির্মাতা কোম্পানি তাদের ফোন সেট বাজার জাত করেছে, গ্রাহক গন ও  তাদের পছন্দের সেট কিনছেন।স্যামসাঙ,বিভো , লেনোভো প্রভৃতির সেট নির্মাতা কোম্পানি গুলো একচেটিয়া ব্যবসা করছে। বর্তমানে গুগল পিক্সেল বাজারে আসার পর গ্রাহক দের আগ্রহ এই ফোন সেটের উপর নিবন্ধিত হয়ে গেছে সাধারণ মানুষের কাছে এই ফোন সেটের দাম একটু বেশি হলেও যেসব গ্রাহক ইতিমধ্যে এই গুগল পিক্সেল ফোন সেটের ব্যবহার করছেন তাদের মতে এই সেটের বেশ কিছু বিশেষত্ব আছে।

সর্ব নিম্ন ৩১ ও ৩২ হাজার টাকা দামের গুগল পিক্সেল হ্যান্ডসেটের চাহিদা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন একাংশ মোবাইল ফোন সেট বিক্রেতা প্রতিষ্ঠান, তাদের মতে অধিকাংশ গ্রাহক প্রথমে গুগল পিক্সেল ফোন সেটের দাম জানতে চান, এতে একটু হলেও এই সেটের চাহিদা উত্তোরত্তর যে বৃদ্ধি পাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা। জনৈক গ্রাহক জানিয়েছেন একটু কম দামের গুগল পিক্সেল ফোন সেট বাজার জাত করলে খুব স্বল্প সময়ের মধ্যে গুগল পিক্সেল ফোন সেট বাজার মাত করে ফেলতে সক্ষম হবে। এমনটাই অভিমত প্রকাশ করেছেন বেশ কিছু গ্রাহক।