DIGITAL

June 6, 2023

APTCE 18538973148

ভারতীয় মানসিক রোগ সংস্থার ৩২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে শিলচরে ,২৩ ও ২৪ সেপ্টেম্বর

নিজস্ব সংবাদদাতা  ২১ শে সেপ্টেম্বর শিলচর —– ভারতীয় মানসিক রোগ সংস্থার আসাম রাজ্য শাখার ৩২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৩শে সেপ্টেম্বর ও ২৪ শে সেপ্টেম্বর। শিলচর মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের ব্যবস্থাপনায় এই ৩২ তম বার্ষিক সম্মেলনের আয়োজন প্রায় সম্পূর্ণ হতে চলেছে। দুই দিবসীয় এই সম্মেলন অনুষ্ঠিত হবে শিলচরের শুগুন বিবাহ ভবনের কনফারেন্স হলে।

সম্মেলনের মূখ্য উদ্দেশ্য ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক রোগের উন্নয়ন, ভারতীয় মানসিক রোগ সংস্থার আসাম রাজ্য শাখার ৩২ তম বার্ষিক সম্মেলনে সর্ব ভারতীয় মানসিক রোগ বিশেষজ্ঞ গন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।এই সম্মেলন কে সুন্দর ও সার্থক করে তুলতে শিলচর মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ কোন ধরনের খামতি রাখতে চাইছেন না বলে জানিয়েছেন অভ্যর্থনা সমিতির সদস্য গন।এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ২৩ শে সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকায়, পরদিন ও এই সম্মেলন চলবে।

এই খবর জানিয়েছেন সংস্থার সাংগঠনিক সম্পাদক ডা সুমন বৈদ্য ।