নিউজ ডেস্ক বরাক নিউজ এক্সপ্রেস ২৫ শে সেপ্টেম্বর — আজ থেকে শুরু হলো দেবী পক্ষ ,ভোরের আলো ফোটার আগেই কিংবদন্তি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চণ্ডী পাঠের সুরে মানুষের ঘুম ভাঙ্গার সেই রেওয়াজ অনুযায়ী মানুষের ঢল নামে রাজপথে।কি অপরূপ সুন্দর দৃশ্য পরিলক্ষিত হয়েছে আজকের এই মেঘলা প্রভাতে।
আজকের এই পূণ্য প্রভাতে বরাক নিউজ এক্সপ্রেস ফ্যামেলি জানায় মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা।