DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

রংপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে অভিযোগপত্র তুলে দেন পুলিশ সুপারের হাতে,আম আদমি পার্টির নেতারা

নিজস্ব সংবাদদাতা ২৬ শে  সেপ্টেম্বর শিলচর —- উদার বন্দ বিধানসভা এলাকার মধুরা পুল সংলগ্ন জাতীয় সড়কের পাশে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ব্যবসা করে স্থানীয় বাসিন্দারা জীবিকা নির্বাহ করে আসছেন। যেহেতু জাতীয় সড়ক সে হিসেবে গভীর রাত পর্যন্ত যানবাহনের চলাচল থেকেই থাকে।ফলে ব্যবসায়ী গন ব্যবসার খাতিরে মধ্য রাতে ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখেন। এখানে উল্লেখ্য যে এই সব ব্যবসা প্রতিষ্ঠান গুলো তে কোন রকম অবৈধ ব্যবসা চলে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

দীর্ঘদিন ধরে চলে আসা ব্যবসার উপর বর্তমান রংপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জৈর কুদৃষ্টি পড়েছে, তিনি রাত বারোটার পর ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ করতে ফরমান জারি করেছেন,তার এই ফরমানের বিষয়ে ব্যবসায়ী গন আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির দ্বারস্থ হন, বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে আজ কাছাড় জেলা আম আদমি পার্টির অন্যতম নেতা রজত রায়ের নেতৃত্বে জেলা কমিটির সদস্য গন কাছাড় জেলার পুলিশ সুপারের সাথে দেখা করে একটি স্মারকলিপি প্রদান করেন। ব্যবসায়ী দের স্বার্থে পুলিশ সুপার এই বিষয়ে খোঁজ খবর নিয়ে বিহিত ব্যবস্থা হাতে নিবেন বলে প্রতিনিধি দল কে আশ্বাস দেন।