পিঙ্কু রায় হালদার বিহাড়া বাজার ৩ রা অক্টোবর —- সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে বিহাড়া সেবা শক্তি ক্লাব ও যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন।এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবী অমলাশু দাসের সহযোগিতায় নির্বাচিত বিশেষ কিছু অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবা শক্তি ক্লাবের সম্পাদক পিন্টু শীল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা যথাক্রমে রাজু শুক্ল বৈদ্য,রাজু শীল, দিলীপ রায়, সঞ্জয় পাল প্রমূখ। এখানে উল্লেখ্য যে এই ক্লাব পূর্বে ও এধরণের বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছিল।