DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা জানায় বরাক নিউজ এক্সপ্রেস

নিউজ ডেস্ক বরাক নিউজ এক্সপ্রেস ৪ ঠা সেপ্টেম্বর শিলচর —- এখন পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে তাতে দেখা গেছে মোটামুটি বরাক উপত্যকায় শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠ ভাবে পালিত হয়েছে,আজ মহানবমী, অনুকূল আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে আশা করা যায় আজ ও ভক্তদের ঢল নামবে।

আজকের এই পবিত্র দিনে বরাক নিউজ এক্সপ্রেস জানায় মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা।