DIGITAL

September 23, 2023

APTCE 18538973148

সাবধান, অপরিচিত আন্তর্জাতিক ফোন কল গ্রহণ করলে আপনি সর্বসান্ত হবেন

বিশেষ প্রতিবেদন ৫ ই অক্টোবর শিলচর —– আন্তর্জাতিক দুষ্ট চক্র যে এতটা সক্রিয় তা সহজে অনুমান করা সাধারণ মানুষের কাছে দূরূহ ব্যাপার। আজকাল সবার হাতে এন্ড্রোয়েড মোবাইল ফোন, ব্যস্ততার মাঝেও ও অনেক সময়ই বারবার আসা মিসড কল বেশীরভাগ মোবাইল ফোন গ্রাহক রিসিভ করে ফেলেন এই ভেবে যে কোনো বিশেষ প্রয়োজনে বোধহয় ফোনটা আসছে।তখন কিন্তু কেউই দেখেন না যে কলটা দেশের না বিদেশের। যারা কল গ্রহণ করেন তাদের তখন ই প্রতারণার ফাঁদে ফেলে দেয় অসাধূ চক্রের প্রতারক রা। দেখা গেছে মূহূর্তের মধ্যে তাদের মোবাইল নাম্বার হ্যাক করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সঞ্চিত টাকা গায়েব হয়ে গেছে বা অন্য ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িত করে দিয়েছে।

আজ বিজয়া দশমীর দিনে এই সব আন্তর্জাতিক দুষ্ট চক্র জনৈক ব্যক্তির মোবাইল নাম্বারে বিকেল পাঁচটা থেকে পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক ফোন নাম্বার থেকে বারবার কল আসে নাম্বার গুলো যথাক্রমে +1008877808,+1240533257,+1712803220,+1382715935,+1091429317,+1675607504  এই নাম্বার গুলোর ফোন কোড দেখা গেছে আয়ারল্যান্ড,ম্যাকডনিয়া, কানাডা, মেক্সিকো এবং গোয়াম প্রভৃতি বিদেশি দেশের। যার মোবাইলে এই সব কল এসেছে তিনি কিন্তু গ্রহন করেননি আন্তর্জাতিক নাম্বার দেখে। তিনি এই প্রতিবেদক কে দেখিয়ে বলেন যে এই সব নাম্বার থেকে আমার ফোন আসার কথা নয়।।

এভাবে যে আন্তর্জাতিক দুষ্ট চক্র সক্রিয় আছে তা ভারত সরকারের গৃহ বিভাগ অবগত আছে এবং TRAI  ও এই ব্যাপারে মোবাইল ফোন গ্রাহক দের বারবার সতর্ক করে বলেছে এই ধরনের অপরিচিত আন্তর্জাতিক ফোন কল গ্রহণ না করতে প্রয়োজনে টোল ফ্রি নাম্বার 1963  এ অভিযোগ জানাতে। এই প্রতিবেদক নাম্বার গুলো দেখে বিস্মিত হয়ে বলেন ভূলবশত যদি কোনো মোবাইল ফোন গ্রাহক রিসিভ করে ফেলেন তাহলে তিনি সর্বশান্ত যে হবেন তা নিশ্চিত,তাই এইসব অপরিচিত আন্তর্জাতিক ফোন কল গ্রহণ করা থেকে গ্রাহক দের সচেতন করে তুলতে মোবাইল ফোন পরিষেবা কোম্পানির আরো ও নড়েচড়ে বসা উচিত বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিক গন।