নিজস্ব সংবাদদাতা শিলচর ১৮ ই অক্টোবর — রাজ্যের মধ্যাহ্ন ভোজন কর্মীদের চাকরি স্থায়ীকরণ ও মাসিক পারিতোষিক বৃদ্ধি করার জন্য দীর্ঘদিন ধরে তাদের সংগঠন বারবার দাবি জানিয়ে আসছে, অনেক আন্দোলন ও হয়েছে কিন্তু সরকার তাদের দাবি নিয়ে ইতিবাচক সাড়া দেয়নি। সম্প্রতি তাদের সংগঠন জোরদার আন্দোলন গড়ে তুলে এবং তাদেরকে বিভিন্ন বামপন্থী সংগঠন ও সমর্থন করে মাঠে নামে।
সুত্রে জানা গেছে তাদের সংগঠনের নেতারা তাদের বিভিন্ন অসুবিধার কথা সরকারের কাছে তুলে ধরেন, অবশেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মধ্যাহ্ন ভোজন কর্মীদের দাবি কেবিনেট বৈঠকে তুললে তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে মধ্যাহ্ন ভোজন কর্মীদের অরুণোদয় প্রকল্পের আওতায় এনে তাদেরকে সাময়িক ভাবে মাসিক পারিতোষিক বৃদ্ধি করেন। তাদের চাকরি স্থায়ীকরণ নিয়ে কেবিনেট বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এদিকে সরকারের এই পদক্ষেপ কে মধ্যাহ্ন ভোজন কর্মীদের সংগঠন স্বাগত জানিয়েছে, তাদের মতে সরকারের এই সিদ্ধান্ত সাময়িক ভাবে তাদের আর্থিক সহায়তা প্রদান করবে।