নিজস্ব সংবাদদাতা গুয়াহাটি ২০ শে অক্টোবর — অবশেষে রাজ্য সরকার আসামের ২৪ হাজার গৃহ রক্ষী বাহিনীর কর্মীদের প্রতিদিনের মজুরি ৭৬৭ টাকা বৃদ্ধি করেছে। পূর্বে এই সব কর্মীদের প্রতিদিনের মজুরি ছিল ৩০০টাকা ।এই মজুরি কর্তব্য পালনের চেয়ে অতি কম ছিলো ফলে এই সব গৃহ রক্ষী বাহিনীর কর্মীদের বিরাট অসুবিধার সম্মুখীন হতে হতো।
এই সব কর্মীদের সংগঠন বারবার সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তাদের মজুরি বৃদ্ধির জন্য। এখানে উল্লেখ্য যে সরকারের যেকোনো অনুষ্ঠানে তাদের কে নিয়োজিত করা হতো, কিন্তু তাদের সুখ সুবিধা প্রদান করা হতো না,তার মধ্যে নিম্নতম মজুরি দিয়ে সংসার চলতো না তাই তাদের কে অনশনে ও বসতে দেখা গেছে। অবশেষে গৃহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তাদের প্রতিদিনের মজুরি ৩০০ টাকা থেকে ৭৬৭ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেন,ফলে তাদের মাসিক পারিতোষিক ২৩ হাজার টাকা হয়ে গেছে। সরকারের এই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন গৃহ রক্ষী বাহিনীর কর্মীরা। গতকাল গৃহ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই খবর জানা গেছে।