DIGITAL

September 23, 2023

APTCE 18538973148

শুভ দীপাবলি – শুভেচ্ছা জানায় বরাক নিউজ এক্সপ্রেস

নিউজ ডেস্ক বরাক নিউজ এক্সপ্রেস ২৪ শে অক্টোবর —–আজ আলোর উৎসব দীপাবলি, দুদিন আগের রাত দিন করে আলোক সজ্জা সাজানো দৃশ্যাবলী প্রকৃতির রুষ্ট থাবায় মাটিতে মিশিয়ে গেছে, তথাপি চৌদ্দ পুরুষের প্রদীপ প্রজ্জ্বলন করতে খামতি নেই। মফস্বলে বিদ্যুত নেই চারিদিকে অন্ধকার আর অন্ধকার তার মাঝে ঘূর্ণিঝড় আলোর উৎসব দীপাবলির আনন্দ কে মাটিতে মিশিয়ে দিতে কার্পণ্য করে নি। তবু ও চোখে পড়েছে কালী মায়ের পূজার আয়োজন।

আজকের এই পবিত্র দিনে বরাক নিউজ এক্সপ্রেস ফ্যামেলি জানায় দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।