DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

আজ রাষ্ট্রীয় একতা দিবস,কাছাড় জেলায় ও পালিত হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে

নিজস্ব সংবাদদাতা শিলচর ৩১ শে অক্টোবর — সারা দেশের সাথে সঙ্গতি রেখে আজ বরাক উপত্যকায় ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিবস রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হবে।এই উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় ১০০ টি করে ইউনিটি রান বের করা হবে। উপত্যকার তিন জেলা প্রশাসন আজকের এই দিনটি কে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কার্য্যসুচী হাতে নিয়েছে।

শিলচর জনসংযোগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ সকাল ছয়টায় শিলচরের জেলা শাসকের কার্যালয় থেকে ইউনিটি রান কেন্দ্রীয় ভাবে বের করা হবে ঠিক অনুরূপ ভাবে হাইলা কান্দি জেলায় ও ইউনিটি রান বের করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন ও যথাযোগ্য মর্যাদায় পালন করবে আজকের এই দিনটি কে। আজকের এই ইউনিটি রানে অংশ গ্রহণ করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ অন্যান্য সরকারি কর্মকর্তা গণ।

এখানে উল্লেখ্য যে দেশের ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে আজকের এই দিনে শপথ গ্রহণ করা হবে।