লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ৩ রা নভেম্বর —- সাংসদ রাজদীপ রায় এক দিনে লক্ষ্মীপুর বিধানসভার পাঁচটি স্থানে তাঁর সাংসদ তহবিলের অর্থ দিয়ে উন্নয়ন মূলক কাজের শিলান্যাস করে এক নজির গড়লেন বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিক গন।
সাংসদ রাজদীপ রায় তাঁর সাংসদ তহবিলের মোট ৪ কোটি ৬৭ লক্ষ টাকা এই পাঁচটি উন্নয়ন মূলক প্রকল্পে বরাদ্দ করেছেন। গতকাল যে পাঁচটি উন্নয়ন মূলক প্রকল্পের শিলান্যাস করেছেন সে গুলো হলো যথাক্রমে বিন্না কান্দি বাগান এলাকার স্বস্তি পল্লী গ্রামের কম্যূনিটি হল, তিলকা চা বাগানের দূর্গা মন্ডপ,জিরি ঘাট কালী বাড়ি এবং বাঘ খালের নূতন রাস্তা সহ থাইলু গোল টিলা রাস্তা।
এই ধারাবাহিক শিলান্যাস অনুষ্ঠান গুলিতে সাংসদ রাজদীপ রায় মহাশয়ের সাথে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভার মাননীয় বিধায়ক কৌশিক রাই জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ প্রতিনিধি পুলক দাস বিজেপি দলের নেতা কর্মীরা সহ লক্ষ্মীপুর পৌর সভার সভাপতি মৃণাল কান্তি দাস প্রমুখ।