নিজস্ব সংবাদদাতা গুয়াহাটি ১০ ই নভেম্বর —- মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসাম বন আইন সংশোধন করে রাজ্য বাসী জনগনের দীর্ঘদিনের এক বাধা নিষেধ প্রত্যাহার করে নিয়েছেন ফলে এখন থেকে নিজের জমিতে থাকা মূল্যবান গাছ যেমন শাল সেগুন সহ অন্যান্য গাছ পালা কেটে বিক্রি করতে পারবেন তাতে বন বিভাগের কোনো আপত্তি থাকবে না। পূর্বে নিজের জমিতে থাকা মূল্যবান গাছ কাটতে বন বিভাগের কাছ থেকে অনুমতি নিতে হতো আর এই অনুমতি পাওয়া সহজ সাধ্য ছিলোনা,যদি ও বা কোনো লোক তা কেটে নিতো তাতে বন বিভাগের কর্মকর্তারা বাধা প্রদান করতেন, বিক্রি করা তো দূরের কথা ছিল। এদিকে নিজের জমিতে থাকা মূল্যবান আগর গাছ কেটে বিক্রি করতে পূর্বে বন বিভাগের কর্মকর্তারা বাধা প্রদান করতেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনগনের দীর্ঘদিনের এই অসুবিধার কথা মাথায় রেখে সম্প্রতি আসাম বন আইন সংশোধন করে প্রত্যেকেই নিজ বাড়িতে আগর গাছ কেটে এনে বাজার জাত করতে তা তৈরি করতে পারবেন।
মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই বিশেষ ঘোষণা নূতন করে স্থানীয় মানুষের কাছে এক বড় উপহার হিসেবে চিহ্নিত হয়ে গেছে,এই ঘোষণার ফলে স্থানীয় বাসিন্দারা তাদের জমিতে থাকা মূল্যবান গাছ যেমন শাল সেগুন ও আগর গাছ কেটে বিক্রি করতে পারবেন তাতে বন বিভাগ কোনো ধরনের বাধা নিষেধ আরোপ করতে পারবে না। এখানে উল্লেখ্য যে রিজার্ভ বনাঞ্চল থেকে যে কোনো ধরনের গাছ পালা কাটলে তা আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।