DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

নবনির্মিত সদ্ভাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই মহাশয়ের

লক্ষ্মীপুর থেকে অসীম রায় ১৭ ই নভেম্বর —- দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত লক্ষ্মীপুর ফুলের তলের সদ্ভাব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজ  লক্ষ্মীপুর বিধানসভার মাননীয় বিধায়ক কৌশিক রাই। উদ্বোধন অনুষ্ঠান শেষে এক সভার আয়োজন করা হয় এই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তু কার মধূমিতা দে। তারপর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক কৌশিক রাই তার বক্তব্যে তুলে ধরেন কিভাবে এই ভবন টির অর্থ মঞ্জুর করা হয়েছে। তিনি বলেন এই ভবন দেখভাল করবেন লক্ষ্মীপুর ব্লক সভাপতি এবং এই ভবনটি লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ডের অধীনে থাকবে।

আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা,তিনি তার বক্তব্যে  বলেন  এই ভবন জনসাধারণের উপকারে আসবে। মনিপুরী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রীণা সিংহ বলেন দীর্ঘদিনের এক দাবি আজ বাস্তবায়ন হলো। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর সভার সভাপতি মৃণাল কান্তি দাস, আইনজীবী  সঞ্জয় কুমার ঠাকুর , জেলা  পরিষদ সদস্য সুদীপ কুমার ও অনিতা দেবী, গাঁও পঞ্চায়েত সভাপতি দিলীপ দাস ও ব্লক সভাপতি যোসেফ মার প্রমুখ।