DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

দেশ বন্ধু ক্লাবের সাফাই অভিযান

নিজস্ব সংবাদদাতা বিহাড়া বাজার ২২ শে নভেম্বর — সমগ্র রাজ্যের সাথে সঙ্গতি রেখে আজ বরাক উপত্যকার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন বিহাড়া দেশ বন্ধু ক্লাবের উদ্যোগে এবং বিহাড়া দেশ বন্ধু বিদ্যানিকেতনের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা গনের যৌথ সহযোগিতায় ৪০০ তম অসম বীর লাচিত বড় ফুকনের জন্ম দিবস উপলক্ষে এক সাফাই অভিযান কার্য সুচী হাতে নেওয়া হয়েছে।

সাফাই অভিযান শুরু হয় ক্লাব প্রাঙ্গণ থেকে, তারপর বিদ্যানিকেতনের চত্বর শেষে বিহাড়া বাজার এলাকায় গিয়ে শেষ হয়।সাফাই অভিযান শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বীর লাচিতের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন বিহাড়া দেশ বন্ধু ক্লাবের যুগ্ম সম্পাদক রবীন্দ্র নারায়ন আচার্য এবং কার্যকরী কমিটির সদস্য বিপ্লব কর চৌধুরী প্রমুখ।