নিজস্ব প্রতিনিধি হাফলঙ ৪ঠা ডিসেম্বর —– প্রতি বছরের মতো এবারও প্রভূপাদ শ্রী শ্রী রাধারমন গোস্বামী জিউর প্রবিত্র আবির্ভাব তিথি মহাসমারোহে শৈল শহর হাফলঙে আগামী ৭ই ও ৮ই ডিসেম্বর হাফলঙ সরকারি বাগান রাধারমন গোস্বামী আশ্রমে পালিত হবে। প্রভূপাদের আবির্ভাব তিথি বলে কথা তাই ভক্ত বৃন্দ কোনো ধরনের খামতি রাখতে চাইছেন না।
গুরু ভাই বোন এই মহান তিথিকে সূন্দর ও সার্থক করে তুলতে দিনরাত পরিশ্রম করে চলছেন। ইতিমধ্যেই প্রভূপাদের আশ্রম কে আকর্ষণীয় করে তোলা হয়েছে। আবির্ভাব তিথি উৎসবের অনুষ্ঠান শুরু হবে ৭ ই ডিসেম্বর এবং শেষ হবে ৮ ই ডিসেম্বর। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই আবির্ভাব তিথি উৎসব পালন করা হবে।
আয়োজক কমিটির সভাপতি মনতোষ দে এবং সম্পাদক মনীন্দ্র কুমার দাস প্রভূপাদের আবির্ভাব তিথি উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিত কামনা করেছেন।