DIGITAL

May 30, 2023

APTCE 18538973148

কাছাড় জেলায় ও ব্যাপক হারে ভুয়া আধার কার্ড তৈরি হয়েছে — অভিযোগ

নিজস্ব সংবাদদাতা শিলচর ১২ ই ডিসেম্বর —- ভূয়া আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের কঠোর মনোভাব দেখে কাছাড় জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা এন আর সি গেরোয় আধার কার্ড বঞ্চিত ছিলেন তাদের কে এক দুষ্ট চক্র আধার কার্ড তৈরি করে দিয়েছিলো এখন  তারা আতঙ্কে ভুগছেন বলে জানা গেছে।

সুত্রে জানা গেছে একটি দুষ্ট চক্র বাড়ি বাড়ি গিয়ে ১৭০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত প্রতিটি আধার কার্ড তৈরি করে দিয়েছে কোনো রেজিঃ মোবাইল নাম্বার ছাড়াই । বড়খলা,কাঠিগড়া ও শিলচর বিধানসভা এলাকায় এই দুষ্ট চক্র  সাধারণ অসহায় মানুষদের ঠকিয়েছে।এখন এই সব মানুষ প্রতারনার দায়ে অভিযুক্ত যে হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের সুত্রে জানা গেছে বরাক উপত্যকার হাইলা কান্দি ও করিমগঞ্জ জেলায় ভূয়া আধার কার্ডের তথ্য মিলেছে। কিন্তু এখন পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে কাছাড়ের বেশ কয়েকটি এলাকায় এধরনের ভূয়া আধার কার্ড তৈরি করা হয়েছে। সচেতন নাগরিক গন এই ভূয়া আধার কার্ডের বিষয়ে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।