লক্ষ্মীপুর থেকে অসীম রায় ১৫ ই ডিসেম্বর —- বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাধে শ্যাম উপাধ্যায় আজ দুপুর আনুমানিক এক ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে উল্লেখ্য যে চা শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রবীণ নেতা রাধে শ্যাম উপাধ্যায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত চা শ্রমিক দের কল্যানে কাজ করে গেছেন। বার্ধক্য জনিত কারণে আগের মত বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্য্যালয়ে এমন তাকে দেখা যেতো না। কিন্তু সবসময়ই শ্রমিকদের কল্যাণে তাঁর পরামর্শ অনুসরণ করা হতো।আজ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বরাক উপত্যকার শ্রমিক মহলে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর রেখে গেছেন স্ত্রী ও তিন পুত্র এবং এক কন্যা সহ নাতি নাতনী। তাঁর মৃত্যুর খবর শুনে বরাক চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তথা আসাম চা নিগম লিমিটেডের চেয়ারম্যান মাননীয় রাজদীপ গোয়ালা প্রয়াত নেতার বাড়িতে গিয়ে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বরাক চা শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন বাগানের পঞ্চায়েত সভাপতি গন প্রয়াত নেতার বাড়িতে গিয়ে শেষ বারের মতো শ্রদ্ধা জানান ।
এখানে উল্লেখ্য যে প্রয়াত রাধে শ্যাম উপাধ্যায় প্রথম জীবনে কাশিপুর বাগানের পঞ্চায়েত সভাপতির দায়িত্ব পালন করেছেন।