DIGITAL

December 3, 2023

APTCE 18538973148

কম দামে ধান বিক্রি করতে বারণ করলো কাছাড় জেলা প্রশাসন

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ২২শে ডিসেম্বর —– রাজ্য সরকার স্থানীয় কৃষকদের উৎপাদিত ধানের মূল্য ২০২২-২০২৩  বর্ষের জন্য প্রতি কুইন্টাল ২০৪০ টাকা নির্দ্ধারিত করে দিয়েছে।এই মুল্য কাছাড় জেলা সহ লক্ষ্মীপুর মহকুমায় ও বহাল থাকবে।এই নির্দ্ধারিত মূল্যের নীচে ধান বিক্রি না করতে কৃষক সহ অন্যান্য ফার্মকে অনুরোধ জানিয়েছেন কাছাড় জেলা প্রশাসন।

যদি কোনো মধ্য ভোগী  এই নির্দ্ধারিত মূল্যের নীচে নেমে ধান ক্রয় করতে চায় বা কৃষকদের প্ররোচিত করে তাহলে এই বিষয়ে মধ্য ভোগীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এই খবর  লক্ষ্মীপুর জন সংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।