DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

চলে গেলেন সৎসঙ্গের সহ প্রতি ঋত্বিক নন্দ কুমার সিংহ, মর্মাহত গুরু ভাই বোন

বিপ্লব কর চৌধুরী বিহাড়া বাজার ২ রা জানুয়ারি —– শ্রী শ্রী ঠাকুরের পাঞ্জা ধারি একনিষ্ঠ কর্মী সৎসঙ্গের সহ প্রতি ঋত্বিক নন্দ কুমার সিংহ আজ সকাল ৯-৫৭ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে তাঁর বিহাড়া ছয়ারন বস্তির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আজ দুপুর আনুমানিক এক ঘটিকার সময় তাঁর নিজ গ্রামে অন্তোন্ষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়।

এখানে উল্লেখ্য যে ধর্ম প্রাণ সহ প্রতি ঋত্বিক নন্দ কুমার সিংহ স্বল্পভাষী অমায়িক স্বভাবের ছিলেন, শ্রী শ্রী ঠাকুরের নাম প্রচার করতে গোটা বরাক উপত্যকায় তাঁকে  দেখা যেতো। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর রেখে গেছেন অসংখ্য আত্মীয় স্বজন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই  সৎসঙ্গ বিহার বিহাড়া এলাকার গুরু ভাই বোন মর্মাহত হয়ে তাঁর বাড়িতে গিয়ে শেষ বারের মতো শ্রদ্ধা নিবেদন করেন এবং আন্তোষ্টি ক্রীড়ায় সামিল হন । তাঁর মৃত্যুর খবর শুনে গুরু ভাই বোন ছাড়াও পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।