নিজস্ব সংবাদদাতা শিলচর ৪ ঠা জানুয়ারি —- সমষ্টি পুনঃ গঠন,কারো পৌষ মাস আর কারো সর্বনাশ এমনটাই আপাতত মনে হচ্ছে।আজ তাপাঙ ব্লক এলাকাবাসী দের সাথে দেখা করে মনে হলো এই সমষ্টি পুনঃ গঠনে তারা বেজায় খুশি।তারা বলেন দীর্ঘ তিন দশক ধরে এই এলাকার মানুষ যেন মানব শূন্য এলাকায় বসবাস করছিলেন এমনটাই ভাবতেন।
কারন জানতে চাইলে তারা বলেন দীর্ঘ তিন দশক ধরে কাছাড় জেলার হয়ে ও বিধায়ক নির্বাচন করতেন হাইলা কান্দি জেলার আর সাংসদ নির্বাচিত করতেন করিমগঞ্জ জেলার। কিন্তু পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচন করতেন কাছাড় জেলার।কি অভিনব প্রক্রিয়ার মধ্যে তারা রাজনৈতিক অধিকার সাব্যস্ত করতেন। আজ এই এলাকার বিশিষ্ট অনুসূচিত জাতির নেতা তথা সমাজ সেবী সজল দাস মহাশয়ের সাথে দেখা হয়। তিনি বলেন দাদা আমাদের এই তাপাঙ বাসী দীর্ঘ তিন দশক ধরে বাংলাদেশ সীমান্তের ন ম্যানস ল্যান্ড এলাকার মতো ছিলো। আমাদের কি যে বিড়ম্বনা পোহাতে হতো তা তো এলাকার মানুষ বলেছেন। আমি মনে করি এটা তাপাঙ বাসীর কাছে এক অভিশাপ ছিল। সম্প্রতি আসাম সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে আমাদের দীর্ঘ তিন দশকের অভিশাপ মোচন হলো বলে আমি মনে করি।যদি এই সমষ্টি পুনঃ নির্ধারণ না হতো তাহলে আমাদের মানব শূন্য এলাকায় আরো ও তিন দশক থাকতে হতো। আমি তাপাঙ বাসী জনগনের পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কে ধন্যবাদ জানাচ্ছি।