বিশেষ প্রতিবেদন ১২ ই জানুয়ারি শিলচর —- কেন্দ্রীয় সরকার ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজীর অবদান কে স্মরনীয় করে রাখতে তাঁর জন্ম দিন কে পরাক্রম দিবস হিসেবে পালন করতে সিদ্ধান্ত নিয়েছে,সেই মতো ২৩ শে জানুয়ারি গোটা দেশে এমন কি বিদেশে ও ঘটা করে পালন করা হয়।এই দিন কে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
কিন্তু অতীব দুঃখের বিষয় ২০২৩ ইংরেজির আমাদের আসাম রাজ্যের ছুটির দিনের তালিকায় নেতাজীর জন্ম দিবস যেটিকে কেন্দ্রীয় সরকার পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে সেই দিবসের উল্লেখ না থাকায় সুশীল সমাজের প্রতিনিধিরা বেজায় চটেছেন বলে পরিলক্ষিত হচ্ছে। অনেকেই বলেছেন বাঙালি বলে তাঁর জন্ম দিবস ছেটে দেওয়া হয়েছে। এব্যাপারে বাঙালি সংগঠনের নেতারা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দূর দৃষ্টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। এব্যাপারে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্টরা।