DIGITAL

March 24, 2023

APTCE 18538973148

মনিপুর পুলিশের বিরুদ্ধে গর্জে উঠলো শিলচর ট্রাক ড্রাইভার এসোসিয়েশন,৩৭ নং জাতীয় সড়ক অবরোধ

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ৬ ই ফেব্রুয়ারি —– আসামের ট্রাক চালককে মনিপুর পুলিশের বেদম প্রহার। সূত্র মতে জানা গেছে আনলোড করে খালি ট্রাক নিয়ে শিলচর ফেরার পথে মনিপুর পুলিশের এক দল ভিন রাজ্যের গাড়ি চালক পেয়ে তল্লাশির নামে গাড়ি চালক জয়নাল হোসেন কে বেদম পেটায় ফলে ট্রাক চালক গুরুতরভাবে আহত হন।

সূত্র মতে জানা গেছে ট্রাক চালক জয়নাল হোসেন লক্ষ্মীপুর মহকুমার জিরি ঘাট থানার অন্তর্গত লাল পানির বাসিন্দা, বছর তিরিশের ট্রাক চালক নির্দোষ থাকা সত্ত্বেও মনিপুর পুলিশের দল তার উপর অন্যায় ভাবে মারধর করায় শিলচর ট্রাক ড্রাইভার এসোসিয়েশন গর্জে উঠে এবং উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে গতকাল ৩৭ নং জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এসোসিয়েশনের সদস্যরা।

এখানে উল্লেখ্য যে এই ঘটনা সংঘটিত হয়েছে মনিপুর রাজ্যের তামিমলঙ জেলার কাইমাই পুলিশ চেক গেটে।