DIGITAL

September 13, 2023

APTCE 18538973148

কাঠিগড়া থানার অন্তর্গত বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবর্ণ দাস বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা বিহাড়া বাজার ৭ ই ফেব্রুয়ারি —– গত ৪ ঠা ফেব্রুয়ারি বিহাড়া পুলিশ ফাঁড়ি থেকে হাত কড়ি অবস্থায় থাকা সেউতি ৩ য় খন্ড এলাকার বাসিন্দা জহির উদ্দিন পুলিশ কে ধাক্কা মেরে থানা থেকে পালিয়ে যায়, সারা রাত ধরে বিহাড়া পুলিশ জহির উদ্দিনের খোঁজ করে কোনো সন্ধান পায়নি।পরের দিন তাকে ঐ পুলিশ ফাঁড়ির অন্তর্গত গড়া গ্রামের জলু মিয়াঁর বাড়ী থেকে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে তাকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ নিয়ে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পুলিশ ফাঁড়ি, পরিবারের সদস্যরা ঘটনার তদন্ত দাবি করেন।তারা ফাঁড়ি ইনচার্জ সুবর্ণ দাস কে এই ঘটনার জন্য দায়ী করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানান। অবশেষে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁড়ি ইনচার্জ সুবর্ণ দাস কে আজ সাময়িক ভাবে বরখাস্ত করেন বলে জানা গেছে।