DIGITAL

September 24, 2023

APTCE 18538973148

কেন্দ্রীয় সরকারের বিশেষ সিদ্ধান্ত,গরীব কল্যান যোজনার ম্যাদ এক বছরের জন্য বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা শিলচর ১৪ ই ফেব্রুয়ারি — দেশের আশী কোটি গরীব মানুষের জন্য সুখবর। এবারের কেন্দ্রীয় বাজেটে দেশের দারিদ্র্য সীমার নিচে বসবাস করা গরীব মানুষের জন্য বিনামূল্যে মাথাপিছু ৫ কেজি করে চাল বরাদ্দ করার অর্থ মঞ্জুর করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতা রমণ ২০২৩ এর বাজেট পেশ করে সংসদে বলেন গরীব কল্যান যোজনার ম্যাদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হলো।

এছাড়া বাজেটে এখন পর্যন্ত যেসব মানুষ প্রধানমন্ত্রী আবাস গৃহ থেকে বাদ পড়েছেন তাদের জন্য বাজেটে অর্থ মঞ্জুর করা হয়েছে।