লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ২০ শে ফেব্রুয়ারি —- গতকাল শেষ হলো লক্ষ্মীপুর বেনিশন ইংলিশ হাইয়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।গত ১৪ ই ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সারদা চরণ খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে পতাকা উত্তোলন করে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। গতকাল ছিল সমাপ্তি অনুষ্ঠান।এই উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করে এক সভার আয়োজন করা হয় ।
এই সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিধানসভার সম্মানিত বিধায়ক কৌশিক রাই , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহেরু কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবিদ রাজা মজুমদার,অধ্যাপক ডঃ শুভজিৎ চক্রবর্তী, আইনজীবী সঞ্জয় ঠাকুর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেনিশন ইংলিশ হাইয়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ কামনা শীষ দাস, তাঁর বক্তব্যে এই স্কুল কি ভাবে প্রতিষ্ঠা হলো এবং কি ভাবে বর্তমান পর্যায়ে উন্নীত হলো তা বিশদ ভাবে তুলে ধরেন ।্্
বর্তমানে এই স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা ছয় শতের অধিক।সভায় উপস্থিত লক্ষ্মীপুর বিধানসভার সম্মানিত বিধায়ক কৌশিক রাই তার বক্তব্যে বলেন এই স্কুলের শিক্ষার পরিবেশ ও স্কুলের ফলাফল ও ভালো, তিনি বহুমুখী শিক্ষার প্রতি অভিভাবক দের জোর দিতে আহ্বান জানান। তিনি তাঁর ছবি অঙ্কন করা ছাত্র কে অভিনন্দন জানান।সভায় উপস্থিত অবসরপ্রাপ্ত নেহেরু কলেজের অধ্যক্ষ আবিদ রাজা মজুমদার তাঁর ভাষণে এই স্কুলের উত্তোরত্তর উন্নতি কামনা করেন।এক কথায় বেনিশন ইংলিশ হাইয়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার গুনগত মান উন্নত বলে অন্যান্য বিশিষ্ট জনেরা ও সভায় উল্লেখ করেন ।