নিজস্ব সংবাদদাতা উদার বন্দ ২৪ শে ফেব্রুয়ারি —– কাছাড় জেলার উদার বন্দ বিধানসভা চক্রের পান গ্রাম এলাকা যেন জমসেদ পুর হয়ে গেছে এমনটাই গতকাল এই এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা জানান, জনবসতি এলাকায় কি ভাবে একাধিক মিল কারখানা গড়ে তুলতে প্রদূষন বিভাগের ছাড় পত্র পেলো সেটা রহস্যের আবর্তে। এই এলাকার আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে কারখানা গুলোর নির্গত ধোঁয়া তে । দীর্ঘদিন ধরে একের পর এক কারখানা গড়ে উঠছে কার অনুমতি তে ? পরিবেশ ও দূষণ বিভাগ কি এর দায়ভার এড়াতে পারে? এভাবেই স্থানীয় বাসিন্দারা তা অসহায় মনোভাবের কথা তুলে ধরেন এই প্রতিবেদকের কাছে।তারা আরও বলেন স্থানীয় জন প্রতিনিধি গন বিরাট অঙ্কের অর্থ পেয়ে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখেন নি।
এলাকার মানুষ বলেছেন কল কারখানার নির্গত ধোঁয়া এই এলাকার বায়ুদূষণ করে ফেলেছে।ছোট ছোট শিশু সহ হৃদ রোগীদের শ্বাস নিতে কষ্ট হয়, এমনিতেই এই উদার বন্দ এলাকা কর্কট রোগ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে গেছে তার উপর এই পান গ্রাম এলাকায় বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তারা কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছেন যাতে এই অবৈধভাবে সংস্থাপিত কল কারখানার বাস্তব সত্য সরজমিনে পরিদর্শন করে বিহিত ব্যবস্থা গ্রহণ করেন।