লক্ষ্মীপুর থেকে অসীম রায় ২৪ শে ফেব্রুয়ারি —– এখন থেকে পর্যায়ক্রমে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় সকল প্রকার বিদ্যুৎ সংযোগ শুধুমাত্র স্মার্ট মিটারের মাধ্যমে সরবরাহ করা হবে বলে আসাম বিদ্যূৎ বিতরণ বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে উল্লেখ্য যে এই স্মার্ট মিটার নিয়ে রীতিমতো গ্রাহক গণ তাদের খেদ প্রকাশ করেছেন, অনেক দল সংগঠনের নেতারা এই স্মার্ট মিটার বসানোর বিষয়ে প্রতিবাদ ও জানিয়েছেন।
এতসবের পর ও আসাম বিদ্যূৎ বিতরণ কোম্পানি তাদের সিদ্ধান্তে অনড় অবস্থান গ্রহণ করে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় স্মার্ট মিটার বসানোর জন্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই মতো লক্ষ্মীপুর মহকুমায় ও স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। লক্ষ্মীপুর মহকুমার বিদ্যূৎ বিতরণ কোম্পানির মহকুমা বাস্তু কার এক বিশেষ সংবাদ জনস্বার্থে প্রচার করে বলেছেন ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি যাতে না হন তার জন্য আগাম নিজের নাম ঠিকানা সহ কি ধরনের সংযোগ নিয়েছেন এবং লোড এর পরিমাণ উল্লেখ করে বিভাগের কার্যালয়ে জমা দিতে অনুরোধ করেছেন।