DIGITAL

March 24, 2023

APTCE 18538973148

ফুলের তল লঙ্গরশাহ মোকামের বার্ষিক উরুস মোবারকের প্রস্তুতি সম্পন্ন, জানিয়েছেন আয়োজকরা

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ২৫ শে ফেব্রুয়ারি —- প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্য বাহী ফুলের তল লঙ্গরশাহ মোকামের বার্ষিক উরুস মোবারক আগামীকাল রবিবার বিরাট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।আজ এই প্রতিবেদক উৎসব প্রাঙ্গন পরিদর্শন করতে গেলে মোকাম পরিচালনা কমিটির সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী তাকে জানান বরাক উপত্যকার খ্যাতনামা পীরের মধ্যে লঙ্গর শাহের নাম অন্যতম হিসেবে চিহ্নিত হয়ে গেছে। তাঁর এই বার্ষিক উরুস মোবারক অনুষ্ঠান প্রতি বছর ঘটা করেই অনুষ্ঠিত হয়ে আসছে,এবার ও তার কোনো ব্যতিক্রম নেই।

সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বলেন আগামী কাল সকাল ৯ ঘটিকায় দারুল কিরত,গজল ও। প্রবন্ধ প্রতিযোগিতা শুরু হবে, দুপুর বারোটায় শুরু হবে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান,তার পর শুরু হবে মিলাদ মাহফিল ও ওয়াজ এবং দোয়া। এই সবের পর সিরনি বিতরণ করা হবে।

আগামীকাল অনুষ্ঠিত বার্ষিক উরুস মোবারক সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সর্ব সাধারণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।