বিশেষ প্রতিবেদন ৪ঠা মার্চ শিলচর — রাজ্যের বন্যা সমস্যা নিরসনে বড় বড় জলাশয় ও বিলের নিকটবর্তী সরকারি জমি বেদখল কারি দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসক দের কঠোর নির্দেশ জারি করেছেন রাজ্যের মূখ্য সচিব পবন কুমার বড় ঠাকুর।সেই মতো আজ কাছাড় জেলার বেতু কান্দি এলাকায় উচ্ছেদ শুরু হয়েছে।বিগত বন্যার সময়ে এই সব জলাশয়ের ধারে কাছে থাকা জমি বেদখল করার খেসারত দিতে হয়েছে শিলচর শহরের মানুষ দের।
এছাড়া সমগ্র রাজ্যে যেখানে সরকারি জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বিগত ১৫ বছর ধরে রাজ্যের কোথায় কোথায় কতটা জমি বেদখল করা হয়েছে তার যাবতীয় তথ্য আগামী ১৫ দিনের মধ্যে সরকারের কাছে জমা দিতে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। সুত্রে জানা গেছে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় ও উচ্ছেদ অভিযান চালানো হবে। আজকের বেতু কান্দি এলাকায় যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সেটা এই নির্দেশ মেনে হয়েছে বলে জানা গেছে।