বিশেষ প্রতিবেদন ৫ ই মার্চ শিলচর —- আসামের মাননীয় শিক্ষামন্ত্রী রণোজ পেগু মহাশয় আজ এক টুইটার বার্তায় জানিয়েছেন আসামের মোট ছয়টি ষষ্ঠ তপশীল জেলার জন্য বিশেষ টেট পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হবে। সেই মতো বিস্তারিত তথ্য ও টুইটার বার্তায় জানিয়েছেন আজ।
এই টুইটার বার্তা পাঠ করে অনেকেই বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে।এই প্রতিবেদক কে কাছে পেয়ে জনৈক সমাজ সেবী তাঁর এক রাশ ক্ষোভ প্রকাশ করে কোনো রাখ ঢাক ছাড়াই বলে ফেললেন আমরা ধীরে ধীরে ছয় নং দফায় বিলীন হতে চলেছি। তিনি আরও বলেন আমরা পার্বত্য রাজ্যের দিকে যে এগিয়ে যেতে চলেছি সে বিষয়ে আমাদের বুদ্ধিজীবী, আইনজীবী ও জনপ্রতিনিধিদের কোনো হেলদোল যে নেই। আজকের এই বিশেষ টেট পরীক্ষার বিজ্ঞাপন দেখে তা মনে হয়েছে।