বিহাড়া বাজার থেকে বিপ্লব কর চৌধুরীর প্রতিবেদন ৬ ই মার্চ —- পূর্ত বিভাগের নির্লজ্জ্ব উদাহরণ শিলচর জয়ন্তীয়া সড়ক।আসাম মালার অধীনে এই সড়ক সংস্কারের কথা থাকলেও আজ পর্যন্ত সরকারের কোনো হেলদোল পরিলক্ষিত হচ্ছে না।ধূলো ঝড়ে নাকাল বিহাড়া বাসী তথাপি বলছেন আসাম মালা,আসাম মালা। প্রতিবাদ জানিয়ে কোনো লাভ হচ্ছে না।সেখান থেকেই প্রতিধ্বনিত হয় সেই মালার কথা।
আর এই মালা যে কবে পরিধান করবে এই শিলচর জয়ন্তীয়া সড়ক। এখানে উল্লেখ্য যে বিগত বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন রাজ্য বিজেপি দলের সভাপতি মাননীয় রঞ্জিত দাস প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিহাড়া বাজারে যে নির্বাচন শেষ হওয়ার পর আসাম মালার অধীনে এই সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া হবে।রাজার কথা শুনে প্রজারা দুই হাত ভরে সাংসদ নির্বাচিত করার উপহার হিসেবে পাচ্ছেন ধূলো ঝড়।
প্রায় প্রতিদিনই বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সড়কের বেহাল দশা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, কিন্তু কোনো হেলদোল নেই,আজ বিহাড়া এলাকার পাথর ব্যবসায়ী সংস্থা রাস্তা টিকে চলাচলের উপযোগী করে তুলতে বালি পাথর রাস্তায় ফেলতে দেখা গেছে।এই প্রতিবেদক তাদের সাথে কথা বলে জানিয়েছেন ব্যবসায়ী সংস্থা বাধ্য হয়ে তাদের ব্যবসার স্বার্থে এই সড়ক সংস্কারের কাজে হাত দিয়েছেন। তাদের এই সংস্কার কাজ দেখে পথচলতি মানুষ প্রশংসা করেন।