নিজস্ব সংবাদদাতা শিলচর ১৪ ই মার্চ —- ২০২৩ ইংরেজীর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন কাছাড় জেলার গণির গ্রাম জে আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী পরীক্ষার সময় নিকৃষ্ট ধরনের নকল টুকিটাকি ঘটনার খবর সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে।যার পরিপ্রেক্ষিতে সেবা কতৃপক্ষ ঐদিনের ইংরেজী পরীক্ষা ঐ কেন্দ্রের বাতিল বলে ঘোষণা করে।
এখানে উল্লেখ্য যে এই জঘন্য ঘটনার সাথে জড়িত কয়েক জন কে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। ঐ পরীক্ষা কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৬০ জন এদের কথা মাথায় রেখে সেবা কতৃপক্ষ ঐ কেন্দ্রের জন্য শুধু ইংরেজী পরীক্ষার তারিখ আগামী ২৮ শে মার্চ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে।এই মর্মে সেবা কতৃপক্ষ এক নোটিফিকেশন ও জারি করেছে।