DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

পয়লা পুল শ্মশান ঘাটের নব নির্মিত কালী মন্দিরের শুভ উদ্বোধন হলো আজ

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ২১ শে মার্চ —–  আজ সম্পূর্ণ শাস্ত্রীয় বিধি অনুযায়ী পয়লা পুল শ্মশান ঘাটের নব নির্মিত কালী মন্দিরের শুভ উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণদীশা নন্দজী মহারাজ।

উল্লেখ্য যে পয়লা পুলের বিশিষ্ট ব্যবসায়ী অজিত ভৌমিক তাঁর প্রয়াত পিতা গৌরাঙ্গ ভৌমিকের স্মৃতি রক্ষার্থে আনুমানিক বারো লক্ষ টাকা ব্যয়ে এই শ্মশান কালী মন্দির নির্মাণ করেন। মায়ের মূর্তি নির্মাণ করতে আরো ও ৩০ হাজার টাকা খরচ হয় । আজ  এই কালী মন্দিরের শুভ উদ্বোধনের পর মায়ের পূজা অর্চনা শুরু হয়। এরপর শ্যমা সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। ভোগ নিবেদনের পর মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্ত দের কে।

এরপর এক সভা অনুষ্ঠিত হয়,সভায় বক্তব্য রাখেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণদীশা নন্দজী মহারাজ, পয়লা পুল শ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার দে, উৎসব পরিচালন সমিতির সভাপতি চঞ্চল দে । শ্মশান পরিচালন সমিতির সভাপতি প্রদীপ কুমার দে তার বক্তব্যে উল্লেখ করেন যে পয়লা পুল শ্মশান ঘাটে স্থায়ী কোনো কালী মন্দির ছিলো না তাই এখানে একটি কালী মন্দিরের বিশেষ প্রয়োজন আছে বলে মনে করে এই এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী অজিত ভৌমিক মহাশয়ের কাছে প্রস্তাব নিয়ে গেলে ভৌমিক বাবু তাতে রাজি হয়ে যান,সেই মতো তিনি মায়ের মন্দির নির্মাণ করে দেওয়ায় দীর্ঘদিনের এক অভাব পূরণ হয়েছে। উৎসব পরিচালন সমিতির সভাপতি চঞ্চল দে বলেন মন্দির নির্মাণ থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করেন ভৌমিক বাবু। তাঁর এই অবদান পয়লা পুল এলাকার মানুষ চিরদিন মনে রাখবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।