DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

বিধ্বংসী অগ্নি কান্ড পুড়ে ছাই হয়ে গেছে বিহাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ৩ টি দোকান ও বেশ কিছু ঘরবাড়ি

বিহাড়া বাজার থেকে বিপ্লব কর চৌধুরীর প্রতিবেদন ২৩ শে মার্চ — আজ বিকেল আনুমানিক সাড়ে তিন টা নাগাদ বিহাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার ৩ টি দোকান সহ পাশে থাকা বেশ কিছু ঘর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা চোখে পড়তেই এলাকায় বিরাট চাঞ্চল্য সৃষ্টি হয়।আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ছেলেরা সহ স্লিপার কোম্পানির শ্রমিক গন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কিছুক্ষণ পর কালাইন থেকে অগ্নি নির্বাপক বাহিনীর দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় সমাজ সেবী বিশাল সরকার, জেলা পরিষদ সদস্য তিলক চাঁদ দাস, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ দেন,অপু দাস,নিবাস দাস,কানাই লাল ভট্টাচার্য,বাবু সাহা ইন্দ্র জিত সাহা ও মাধব সাহা প্রমুখ আগুন নেভানোর কাজে হাত লাগান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সু নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বিধ্বংসী অগ্নি কান্ডের হাত থেকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন বিহাড়া বাসী জনগণ।

ঘটনাস্থলে উপস্থিত বরাক নিউজ এক্সপ্রেসের আরেক প্রতিনিধি জানান, শিলচর জয়ন্তীয়া সড়কের দুরবস্থার জন্য আরও ৪৫মিনিট পূর্বে দমকলের গাড়ি এখানে আসতো পারতো বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। যথাসময়ে দমকলের গাড়ি আসতে পারলে ক্ষয় ক্ষতির পরিমাণ আরও  কম হতো বলে জানিয়েছেন একাংশ সচেতন নাগরিক।