DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

জমির উদ্দিন আত্মঘাতী মামলার গন শুনানি আগামী কাল ২৯ শে মার্চ

নিজস্ব সংবাদদাতা শিলচর ২৮ শে মার্চ —-  বিহাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বিহাড়া ৩ য় খন্ড এলাকার ইমরান আলীর ছেলে জমির উদ্দিন কে একটি মামলার সুত্রে বিহাড়া পুলিশ ফাঁড়িতে আনা হয়েছিল এবং পরে তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয় । স্বাস্থ্যের উন্নতি হলে  ঘটনার গুরুত্ব উপলব্ধি করে তাকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিহাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয় এবং তাকে পুলিশ ফাঁড়িতে লক আপ করে রাখা হয়।

সূত্র মতে জানা গিয়েছিল যে পুলিশ ফাঁড়ির কর্মী স্বল্পতার সুযোগ কে কাজে লাগিয়ে হাত কড়া অবস্থায় জনৈক পুলিশ কর্মী কে আহত করে জমির উদ্দিন  পালিয়ে যায়। এরপর পুলিশ অনেক খোঁজাখুঁজি করে তার টিকির লাগাল পায়নি। অবশেষে ৬ ই ফেব্রুয়ারি তাকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়।এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয় অবশেষে ফাঁড়ি ইনচার্জ সুবর্ণ দাস কে সাময়িক বরখাস্ত করা হয়।

এই আত্মঘাতী মামলার গন শুনানি আগামী কাল ২৯ শে মার্চ সকাল ১১টা থেকে ১ টা পর্যন্ত কাঠিগড়া রাজস্ব চক্র কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই গণ শুনানি তে সাধারণ জনসাধারণ কে অংশ নিতে হলে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।