নিজস্ব সংবাদদাতা ২৮ শে মার্চ শিলচর —- কংগ্রেস নেতা সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের বিরুদ্ধে আজ কালো দিবস পালন করলো কাছাড় কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই।আজ শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে মুখে রাহুল গান্ধীর ফটো সম্বলিত কালো রংয়ের মাস্ক পরিধান করে বিজেপি সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সোচ্চার হন ছাত্র সংগঠনের সদস্যরা।
তাদের অভিযোগ অতীতে প্রয়াত ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর বিরুদ্ধে বিজেপি নেতারা অনেক আপত্তি জনক মন্তব্য করেছেন, কিন্তু তখনকার কংগ্রেস সভানেত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বরং উদারতা দেখিয়েছেন কিন্তু বর্তমান সরকার যে ধরনের দৃষ্টি কঠোর ব্যবস্থা নিয়েছে তার তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত ছাত্র সংগঠন এন এস ইউ আই এর সদস্যরা।