লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ১লা এপ্রিল —– গতকাল লক্ষ্মীপুর মহকুমার ত্রাণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা প্রশাসক তথা অতিরিক্ত জেলা শাসক সুদীপ কুমার নাথ। সভায় উপস্থিত বিভিন্ন বিভাগের আধিকারিক গণ ত্রাণ মোকাবিলা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য মহকুমা শাসক কে অবগত করান।
সভায় দূর্যোগ মোকাবিলা বিভাগ, খাদ্য ও অসামরিক ও সরবরাহ বিভাগ সহ স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ,পশু পালন বিভাগ,জল সম্পদ বিভাগ, মৎস্য বিভাগ, খন্ড উন্নয়ন বিভাগের কর্মকর্তারা ত্রাণ মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ,সভায় জরুরি কালীন সময়ে দূর্যোগ মোকাবিলা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নাম্বার অবগত করান। মহকুমা শাসক বিস্তারিত অবগত হয়ে প্রতিটি বিভাগের কর্মকর্তাদের জরুরি কালীন সময়ে পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন।
আজকের এই ত্রাণ কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জয় খৃষ্টিনা নামলাই, লক্ষ্মীপুর পৌরসভার সভাপতি মৃণাল কান্তি দাস প্রমুখ।