DIGITAL

December 4, 2023

APTCE 18538973148

আমদানি কৃত গামছা,চাদর,মেখেলা কাছাড় জেলায় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করছে , হস্ত তাঁত ও বস্ত্র শিল্প বিভাগ

বিশেষ প্রতিবেদন ৪ ঠা এপ্রিল শিলচর —  এবার থেকে কাছাড় জেলার কোনো বস্ত্র ব্যবসায়ী আসাম  রাজ্যের বাহির থেকে আমদানি করা কোনো ধরনের গামছা,চাদর, মেখেলা বিক্রয় করতে পারবেন না।আজ কাছাড় জেলার হস্ত তাঁত ও বস্ত্র বিভাগের তরফে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই সঙ্গে অনুরোধ করা হয়েছে স্থানীয় হস্ত ও তাঁত শিল্পীদের উৎপাদিত বস্ত্র সামগ্রী বিক্রয়  করে তাদেরকে উৎসাহিত করতে।

যদি কোনো বস্ত্র ব্যবসায়ী এই নিয়ম উলঙ্ঘন করেন তাহলে Handloom act 1985  মতে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিলচর জনসংযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানা গেছে।