বিহাড়া বাজার থেকে বিপ্লব কর চৌধুরীর প্রতিবেদন ৬ ই এপ্রিল — মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যুগান্তকারী পদক্ষেপ বসুন্ধরা ২.০ বিষয়ক এক সচেতনতা সভা আজ বিহাড়া দেশবন্ধু ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা শাসক শ্রী রোহন কুমার ঝা এবং কাঠিগড়া রাজস্ব চক্রের চক্র বিষয়া শ্রীমতী মিনার্ভা দেবী সহ ঐ রাজস্ব চক্রের অন্যান্য কর্মীরা।
এখানে উল্লেখ্য যে আসাম সরকার ভূমির অধিকার সুনিশ্চিত করতে বসুন্ধরা ১.০ এবং বসুন্ধরা ২.০ শুরু করেন । বর্তমানে বসুন্ধরা ২.০ কার্যসূচি অনলাইনে আবেদন সম্পন্ন হয়েছে বিগত ৩১ শে মার্চ, কিন্তু কাছাড় জেলায় অফলাইন করে রাখার ফলে এখন পর্যন্ত বসুন্ধরা ২.০এর কাজ শুরু হয় নি এবং এবিষয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও বিশেষ ভাবে অবহিত নন। আজকের জেলা প্রশাসনের এই উদ্যোগ বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিহাড়া এলাকার সচেতন নাগরিক গন সহ দেশবন্ধু ক্লাবের সদস্য গন। আজকের এই সভায় শুধু মাত্র প্রজা স্বত্ব খতিয়ান কে ম্যাদী করন কি ভাবে করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং উপস্থিত রায়ত গণের মধ্য আবেদন পত্র বিতরণ করা হয়। এবিষয়ে বিস্তারিত তথ্য সভায় তুলে ধরেন কানুনগো নীলকান্ত সিনহা
জেলা শাসক রোহন কুমার ঝা তাঁর বক্তব্যে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে যে সকল মানুষ রায়ত হিসেবে যে খতিয়ান পেয়েছেন তাদের কে সরকার মালিকানা প্রদান করতে বসুন্ধরা ২.০ চালু করেছে। রাজস্ব বিভাগের গাইডলাইন অনুযায়ী নু্ন্যতম সরকারি রাশির অর্থ জমা দেওয়ার পর সরকার তাদের কে ম্যাদি পাট্টা প্রদান করবে। সভায় উপস্থিত রাজস্ব চক্র বিষয়া শ্রীমতী মিনার্ভা দেবী বলেন আবেদন করার পর ভূমির পরিমাণে এক সাথে ৫০ বছরের খাজনা পরিশোধ করতে হবে এরপর খতিয়ানে উল্লেখিত জমির পরিমাণ সরজমিনে গিয়ে মাপ ঝোক করবেন পাটোয়ারী এবং কানুনগো গন। তারপর ম্যাদি পাট্টা প্রদান করার কাজ শুরু হবে।
এখানে উল্লেখ্য যে বিতরণ কৃত আবেদন পত্রের সাথে ১৯৯২ ইং সালের পূর্বের খতিয়ানের নকল কপির ভূমির পরিমাণে খাজনা পরিশোধ বিহাড়া দেশবন্ধু ক্লাবের অডিটরিয়ামে আগামী ২০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট দিনে জমা দিতে পারবেন বলে সভায় জানানো হয়,এ বিষয়ে কাঠিগড়া রাজস্ব চক্র কার্যালয়ে আর যেতে হবে না। জেলা প্রশাসনের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনেরা।