DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

পয়লা পুলের নিখোঁজ দুই সন্তানের জননীর সন্ধান এখনও মেলেনি,পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে

লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ১২ ই এপ্রিল শিলচর — গত ৩০শে মার্চ লক্ষ্মীপুর থানার অন্তর্গত পয়লা পুল ৩৭ নং জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকার রঞ্জিত দত্তের স্ত্রী রিম্পী দত্ত নিখোঁজ হন। সুত্রে জানা গেছে দূপর  বেলা দুই নাবালিকা মেয়ে যখন বাড়ীর পাশে খেলা শেষে  ফিরে এসে মা রিম্পী দত্ত কে না পেয়ে বেশ খোঁজাখুঁজি শুরু করে এদিকে বাবা রঞ্জিত দত্ত ও বাড়িতে নেই, দুই নাবালিকা মেয়ে বাবাকে ফোন করে নিখোঁজ সংক্রান্ত খবর জানিয়ে দেয়।

জরুরী কাজ ছেড়ে রঞ্জিত দত্ত তড়িঘড়ি বাড়িতে এসে তার স্ত্রী রিম্পী দত্তের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেন কিন্তু কোনো সন্ধান পাননি। পরদিন রঞ্জিত দত্ত লক্ষ্মীপুর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। কিন্তু লক্ষ্মীপুর পুলিশের কাছ থেকে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি মামলা দায়ের করার দশ দিনের মধ্যে, অবশেষে গতকাল ১১ ই এপ্রিল তিনি কাছাড়ের পুলিশ সুপার মহাশয়ের গোচরে এই নিখোঁজ সংক্রান্ত মামলা তুলে ধরেন। বিস্তারিত শুনার পর পুলিশ সুপার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।

এদিকে আজ এক সাংবাদিক সম্মেলনে রঞ্জিত দত্ত তার দুই নাবালিকা মেয়ে দের কাছে বসিয়ে তাদের একাকিত্বের কথা তুলে তার মানসিক অবস্থা সম্পর্কে অবগত করান তিনি। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মনে দাগ কাটে এই দুই নাবালিকা মেয়ে।তারা তাদের মাকে আহবান জানায় ফিরিয়ে আসতে এদিকে পুলিশ প্রসাশনের কাছে ও বিনীত অনুরোধ জানায় তাদের মা কে উদ্ধার করতে।  দুই নাবালিকা মেয়ের কথা ভেবে লক্ষ্মীপুর পুলিশ সদর্থক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।