DIGITAL

May 31, 2023

APTCE 18538973148

সাইনবোর্ড বিতর্ক নিয়ে এবার লক্ষ্মীপুর মহকুমা সরগরম

অসীম রায় লক্ষ্মীপুর ১৩ ই এপ্রিল – আসাম সরকার ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারের কার্যালয়ে অসমীয়া ভাষার সাইনবোর্ড ঝুলিয়ে বিতর্ক বারবার কেন সৃষ্টি করতে চাইছে,তা নিয়ে বরাক উপত্যকার বুদ্ধিজীবী মহল থেকে প্রশ্ন উত্থাপন করা হয়েছে।এবার লক্ষ্মীপুর মহকুমার চারটি উন্নয়ন খন্ড কার্যালয়ের সাইনবোর্ড গুলোতে বাংলা ভাষা কে উপেক্ষা করা ইংলিশ ও অসমীয়া ভাষা প্রয়োগ করা হয়েছে।

এই সাইনবোর্ড গুলো দেখে বরাক বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মিলনীর লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি ক্ষেপে উঠেছে। তাদের মতে যেহেতু বরাক উপত্যকার সরকারি  ভাষা বাংলা সেখানে বাংলা ভাষা কে বাদ দিয়ে সাইনবোর্ড ঝুলানো বাংলা ভাষা কে অমর্যাদা দেওয়ার সামিল।তারা বলেন আমরা অসমীয়া ভাষার বিরুদ্ধে নই , কিন্তু  ইংলিশ, অসমীয়ার সাথে বাংলা লিখতে আপত্তি কেনো? এই সাইনবোর্ড বিতর্ক নূতন নয় দীর্ঘদিন ধরেই চলছে,ঠিক সমান্তরাল ভাবে প্রতিবাদ ও হচ্ছে এবং সমাধান ও হচ্ছে এই বলে যে অনিচ্ছাকৃতভাবে এটা হয়ে গেছে।

গতকাল এই সাইনবোর্ড বিষয়ে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মিলনীর লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি পৃথক্ পৃথক ভাবে চারটি উন্নয়ন খন্ডের উন্নয়ন আধিকারিক দের কাছে স্মারকলিপি প্রদান করে অবিলম্বে সাইনবোর্ড সংশোধন করার দাবি জানিয়েছে। স্মারকলিপির একটি কপি মহকুমা প্রশাসক ও বিধায়ক কৌশিক রাই কে ও  দেওয়া হয়েছে। স্মারকলিপির প্রদান করার সময় উপস্থিত ছিলেন বরাক বঙ্গের তরফে সম্পাদক কার্তিক রায়,আলিম উদ্দিন মজুমদার, অসীম পাল, রঞ্জিত দাস, রাজদীপ দাস,কবীর আহমেদ,পুলক দাস প্রমুখ ।

এদিকে একাংশ সচেতন নাগরিক গন মনে করছেন সরকার প্রতিবার বলে আসছে অনিচ্ছাকৃতভাবে এসব হয়ে যায়, কিন্তু তাদের মতে এটা ইচ্ছাকৃতভাবে করে অসমীয়া বাঙালি দের নাড়ীর চাপ মাপা হচ্ছে।এক কথায় বরাক উপত্যকায় ও অসমীয়া ভাষা জোর করে চাপিয়ে দিতে এটা একটা পদ্ধতি চালু করা হয়েছে।