DIGITAL

November 28, 2023

APTCE 18538973148

আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন অসম বাসী জনগণ – অতীব সুন্দর মোদী রথ

বিশেষ প্রতিনিধি গৌহাটি ১৪ ই এপ্রিল — এই প্রথম এতো বিশাল বিহু নৃত্যের অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে সরুসজাই মাঠে।১১ হাজার বিহু নৃত্যের নাচনীর মনোমুগ্ধকর বিহু নৃত্যের তালে তালে হাত মেলালেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুহূর্তের মধ্যে চমক সৃষ্টি হয় আয়োজন স্থলী তে।  একাধারে বিহু নৃত্যের তাল অন্যদিকে শ্রীকৃষ্ণের রথ সম রথ যখন চলছে তখন মনে হয়েছে কৃষ্ণ রূপে নরেন্দ্র মোদী সারথি রুপে হিমন্ত বিশ্ব শর্মা

আজকের এই অনুষ্ঠানে অসমীয়া গামোছা র GI Tag  সার্টিফিকেট প্রদান করা হয়েছে।এখন এই অসমীয়া গামোছা শুধু আসামের সম্পদ। আজকের এই অনুষ্ঠান আসামের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  এক কথায় আজকের সব অনুষ্ঠান আগামী দিনের রাজনৈতিক পটভূমি গড়ে তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন একাংশ সচেতন বুদ্ধিজীবী মহল।