লক্ষ্মীপুর থেকে অসীম রায়ের প্রতিবেদন ১৬ ই এপ্রিল —– লক্ষ্মীপুর বিধানসভা চক্রের পাঁচ বারের বিধায়ক তথা আসামের প্রতাপশালী মন্ত্রী প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ পয়লা পুলের তাঁর নিজস্ব বাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
এই উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর পুত্র প্রাক্তন বিধায়ক এবং বর্তমান আসাম চা নিগমের চেয়ারম্যান মাননীয় রাজদীপ গোয়ালা, এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন আই, কান্ত সিংহ, বিক্রম গোয়ালা, লক্ষ্মীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, পিন্টু লাল রায়, নেহেরু কলেজের অধ্যাপক ডঃ শুভজিৎ চক্রবর্তী, রবীন্দ্র রায়, প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর প্রয়াত লক্ষ্মীপুর মহকুমার রূপকার দীনেশ প্রসাদ গোয়ালার উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত বিশিষ্ট জনেরা প্রয়াত নেতার কর্ম জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।